জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভিতরে বাস, ট্রাকের ধাক্কায় নিহত এক

জয়পুুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া অপর এক ঘটনায় ট্রাকের ধাক্কায় এক অটো-ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের জয়পুরহাট ও বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইলিয়াস হোসেন (৭০) পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুলাই গভীর রাতে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচবিবি পৌরসভার খাসবাগুরী কদমতলীতে তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসত বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এ দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে পাঁচবিবি ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন বটতলী নামক স্থানে একটি অটোভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ঘটনাস্থলেই এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়। এতে ভ্যানচালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ভ্যানচালক শ্রী জিতেন (৬০)-এর অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

জি/আর