জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে শিশু কন্যাসহ গৃহবধূর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলার তেঘর-কুমারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশু কন্যাসহ অজ্ঞাতনামা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে দুই বছরের শিশুসহ ওই গৃহবধু মারা গেছে। নিহত গৃহবধুর গায়ের রঙ ফর্সা ও পরনে সালোয়ার-কামিজের উপর ছিল কালো রঙের বোরখা। আর শিশুর পরনে ছিল বেবী ফ্রক।

 

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশু কন্যাটি ওই গৃহবধূর মেয়ে হতে পারে। ধারণা করা হচ্ছে যে কোন কারণেই হোক শিশুকন্যাকে নিয়ে ওই গৃহবধূ ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ