জয়পুরহাটে আরো ৫৭ জনের করোনা শনাক্ত, মোট ৫১১

জয়পুরহাটে ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫১১ জন। এর মধ্যে ২০৭ জন রোগী সুস্থ হয়েছেন।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা এ তথ্যে নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রির্সাচ সেন্টারের ল্যাব থেকে গতকাল সোমবার রাতে জয়পুরহাট জেলার ৩৯২টি নমুনা পরীক্ষার প্রতিবেদন পঠানো হয়। তাঁদের মধ্যে ৫৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে কালাই উপজেলার ২৬ জন, জয়পুরহাট সদর উপজেলার ১৭ জন, আক্কেলপুর উপজেলার ৭ জন ও পাঁচবিবি উপজেলার ৭ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনাক্ত তিনজন কয়েদির মধ্যে একজন কয়েদি গতকাল জামিনে মুক্তি পেয়ে বাড়িতে চলে গেছেন। এ ব্যাপারে জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, জেলা কারাগারের তিনজন কয়েদির নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ফল এসেছে। একজন কয়েদি জামিনে বাড়িতে গেছেন। কারাগার কর্তৃপক্ষ বাকি দুই কয়েদিকে আইসোলেশনে রেখেছেন।