জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে নগর যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী মহানগর যুবদল।  শনিবার (৬ আগস্ট) নগরীর লোকনাথ স্কুল মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন যুবদলের নেতা কর্মীরা। মিছিল শেষে সংক্ষেপে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথি বলেন, রাতের আধাঁরের ভোট চোর সরকার রাতের আধাঁরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে আবারো প্রমাণ করেছে এই অবৈধ সরকার। জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের পকেট কেটে দেশের টাকা দুর্নীতি ও বিদেশে পাচার করাই এদের একমাত্র কাজ। দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর নির্দেশে যুবদলের নেতা কর্মীরা সরকার পতনের আন্দোলনের জন্য এখন প্রস্তুুতি নিচ্ছে ।

পথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। এ সময় অন্যদের মধ্যে ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ন আহবায়ক মো. নাসিম খান, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. সালমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক আল আমিন বাবু,যুগ্ম-আহ্বায়ক মোঃ জামিল হোসন, যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রাহি, রাজশাহী মহানগর যুবদলের দপ্তর শফিক মাহমুদ তন্ময়।

জি/আর