সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

Paris
আগস্ট ২২, ২০১৬ ৭:৩৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

 

গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর গুলশানের দলীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

 

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

 

বিএনপির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায় দেশের সর্বশেষ সামাজিক-রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জানানো জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

 

এর পাশাপাশি, সভায় রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরকারের উদ্যোগ ও জঙ্গিবাদ নিয়েও আলোচনা হতে পারে বলে জানায় ইউএনবি।

 

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম প্রমুখ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা প্রমুখ।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়