জেমি ডের পরিকল্পনা নিয়ে যা বললেন কাতারের কোচ

ফিফা  র‌্যাংকিংয়ে কাতার যেখানে ৫৯, বাংলাদেশ সেখানে ১৮৪। অর্থাৎ মাঠে নামার আগেই ১২৫ ধাপ এগিয়ে কাতার।

যে কারণে কাতারের বিরুদ্ধে জয় না পেলেও ড্রতেই খুশি থাকতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন লাল-সবুজ দলের কোচ জেমি ডে। ১ পয়েন্ট পেলেই দোহা মিশন সফল বলে মনে করেন তিনি।

একই বক্তব্য অধিনায়ক জামাল ভূঁইয়ারও। ইতিমধ্যে কাতারকে রুখতে ডিফেনসিভ ছক এঁকে ফেলেছেন জেমি ডে। গোলপোস্টের সামনে প্রাচীর গড়ে আজ ৪-১-৪-১ ফরমেশনে মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে কাতারের আক্রমণভাগ বনাম বাংলাদেশের রক্ষণভাগ।

বিষয়টি জানা কাতার দলের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাসের।

বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সানচেজ বাসকে প্রশ্ন করেন এক কাতারি সাংবাদিক, বাংলাদেশ কোচের ১ পয়েন্ট নেয়ার পরিকল্পনার বিষয়ে কী ভাবছেন?

জবাবে বাস বলেন, ‘জেমি তার দল সম্পর্কে অন্যদের চেয়ে ভালো জানেন। কোথায় শক্তি, কোথায় দুর্বলতা এগুলো তার জানা। তা ভেবেই এমনটি চাইছেন তিনি। প্রতিপক্ষের শক্তির বিচারে ম্যাচ নিয়ে যেভাবে ভাবছেন তিনি, সেভাবেই পরিকল্পনা করবেন। তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন ফল তার পক্ষে নিতে।’

র্যাং কিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থেকেও ঢাকায় জামাল ভূঁইয়াদের হারাতে ঘাম ঝরাতে হয়েছে কাতারকে। শেষ মিনিটে গোল দিয়ে ২-০ জয়ে মাঠে ছাড়ে কাতার।

এ প্রসঙ্গ আনার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ দলকে একরকম হুশিয়ারি দিলেন কাতারের কোচ।

বার্সেলোনার যুবদলের এই সাবেক কোচ বলেন, ‘হ্যাঁ, এটি সত্যি যে, ঢাকায় স্বাগতিকের বিপক্ষে জিততে আমাদের একটু কষ্ট হয়েছে। কারণ বাংলাদেশ দল রক্ষণ সামলেছে অনেক নিচে নেমে। সবচেয়ে বড় কথা– সেদিন আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না। খেলা সহজ ছিল না আমাদের জন্য। আজকের ম্যাচে আবহাওয়া ও পরিবেশ সবই আমাদের অনুকূলে। আজ আমরা প্রয়োজনীয় পরিকল্পনা নিয়েই মাঠে নামব।’

অবশ্য এমন হুশিয়ারির পর পরই বাংলাদেশ দলকে সমীহ জানাতে ভুললেন না ফেলিক্স সানচেজ।

তিনি বলেন, আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের সঙ্গে খেলতে যাচ্ছি।  তারা বেশ ভালো সংগঠিত দল। আমাদের অনেক বেশি নিখুঁত হতে হবে। আমরা চেষ্টা করব গোল করতে। ডিফেনসিভ খেলবে বললেও বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে আসবে। ওদের আটকাতে হবে।’

 

সূত্রঃ যুগান্তর