জীবন্ত চিজবার্গার!

সমুদ্রের গভীরে অনেক প্রজাতির পরিচয় এখনো মানুষের অজানাই রয়ে গেছে। নাম না জানা এসব প্রাণী কখনো সমুদ্রের তীরে ভেসে এসে কিংবা জেলের জালে ধরা পড়ে নজরে আসে মানুষর।

ঠিক তেমনই রাশিয়ার এক জেলের জালে ধরা পড়েছে গভীর সমুদ্রের এক আজব প্রাণী, প্রথম দেখায় প্রাণীটিকে দেখে মনে হবে অবিকল যেন একটা চিজবার্গার।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার জেলে রোমান ফেডর্টসভ (৩৯) বেশ কয়েকদিন ধরে গভীর সমুদ্রে তার মাছ ধরার ট্রলারে মাছ ধরছিলেন। এ সময় তার জালে বেশকয়েকটি অচেনা প্রাণী ধরা পড়ে।

তিনি এসব নাম না জানা প্রাণীর ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন। রোমানের ইনস্টাগ্রামে ওইসব প্রাণীর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নেটিজেনদের নজরে আসে। তাদের মধ্যে অবিকল চিজবার্গারের মতো দেখতে ওই মাছ ভাইরাল হয়।

চিজবার্গার মাছ ছাড়াও গভীর সমুদ্রের আরেক বাসিন্দার ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোমান। ওই মাছ দেখতে একদম কার্টুন চরিত্রের মতো।

 

সুত্রঃ যুগান্তর