শনিবার , ১১ মার্চ ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জিয়াউর রহমানের প্রতিকৃতি ও ছাত্রদলের দেয়াল লিখনি মুছে ফেলায় প্রতিবাদ মিছিল

Paris
মার্চ ১১, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
গত ৭ই মার্চ মঙ্গলবার, দিবাগত রাতে রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সম্মুখ অংশের দেওয়ালে লেখা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর প্রতিকৃতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দেয়াল লিখনি বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারী কর্তৃক হিংসামূলকভাবে মুছে ফেলার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনিবার, রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে নগরীর সোনাদীঘির মোড়, মনি চত্বর, জিরো পয়েন্ট প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে করে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুর্তূজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মীর তারিক খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির,শাহ্ মখদুম থানা ছাত্রদল সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল সহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকারের মদদপুষ্ট উচ্ছিষ্টভোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের “সোনার ছেলেরা” ছিঁচকে চোরের মত এসে শবে বরাতের পবিত্র রজনীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং ছাত্রদলের যে দেয়াল লেখনি মুছে ফেলেছে তা অত্যন্ত কাপুরুষোচিত কর্মকাণ্ড ও নিচু রাজনৈতিক মন মানসিকতার পরিচয় বহন করে। রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রশাসনও এর দায় এড়াতে পারে না; তাদের উচিত এমন কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা। অন্যথায় মনে রাখা উচিত, পৃথিবীতে কারো ক্ষমতায়ই চিরস্থায়ী নয়; সকল অন্যায় ও অপকর্মের বিচার বাংলার মাটিতেই একদিন নিশ্চিত করবে ছাত্র-জনতা ইনশাআল্লাহ।

সর্বশেষ - রাজশাহীর খবর