জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত দুই বছরে পাঁচটি টেস্ট খেলা জিম্বাবুয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে। এরপর ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবেন চিগুম্বুরা-মাসাকাদজারা। যেখানে যুক্ত হবে ওয়েস্ট ইন্ডিজ।

 

দু’টি টেস্টই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। আগামী ২৯ অক্টোবর প্রথমটি ও ৬ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। ১৪ নভেম্বর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দিয়ে ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে। ২৭ নভেম্বরের ফাইনালের আগে তিনটি দল একে অপরের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে।

 

এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) সূচি অনুযায়ী, জিম্বাবুয়ে সফরে লঙ্কানদের দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ খেলার কথা ছিল। পরবর্তীতে এ সফরটি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে পরিবর্তিত হয়। আর্থিকভাবে লাভজনক না হওয়া সত্ত্বেও টেস্ট সিরিজটি রাখা হয়েছে কারণ, ১১ মাস ধরে সাদা পোশাকের ক্রিকেটের বাইরে জিম্বাবুইয়ানরা।

 

এক ‍যুগ আগে (২০০৪) জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা দু’টি টেস্ট খেলেছিল। সব মিলিয়ে দু’দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে লঙ্কানরা জিতেছে ১০টিতে। বাকি পাঁচ ম্যাচ ড্র।

 

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ক্যারিবীয়রা। ইতোমধ্যেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তিনটি ওয়ানডের (৩০ সেপ্টেম্বর, ২, ৫ অক্টোবর) পর শারজায় অনুষ্ঠেয় তৃতীয় টেস্ট (৩০ অক্টোবর-৩ নভেম্বর) শেষে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নেবেন মারলন স্যামুয়েলসরা।

সূত্র: বাংলা নিউজ