জিদানের সতর্কবার্তা, রিয়াল এখনও কিছুই জেতেনি

টানা দুই ম্যাচে হোঁচট। করোনা লকডাউনের পর ফুটবল মাঠে ফিরলে মোট তিন ম্যাচে হোঁচট খেয়ে ৬ পয়েন্ট হারিয়েছে এফসি বার্সেলোনা। লা লিগার শিরোপা যেন নিজেরাই হারাতে চাচ্ছেন লিওনেল মেসি অ্যান্ড কোং। একের পর এক ব্যর্থতা যেন তাদের সঙ্গী হয়ে আছে।

এমন পরিস্থিতিতে লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে রিয়াল মাদ্রিদের। বার্সা থেক এক ম্যাচ কম খেলেও তারা পয়েন্টের ব্যবধানে রয়েছে এগিয়ে। আটলেটিকোর সঙ্গে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করার পর ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৭০। ৩২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১। আজ রাত ২টায় (বাংলাদেশ সময়) নিজেদের মাঠে গেটাফের মুখোমুখি হচ্ছে রিয়াল। এই ম্যাচে জিততে পারলে বার্সার সঙ্গে ব্যবধান হয়ে যাবে ৪ পয়েন্টের।

যদিও বার্সার পয়েন্ট খোয়ানোর কারণে অনেকেই বলে দিচ্ছেন, এবার লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদই। কিন্তু বাইরের কথায় মোটেও কান দিতে নারাজ রিয়াল কোচ জিনেদিন জিদান। নিজের দলের ফুটবলারদের কঠোর বার্তা দিয়ে রেখেছেন তিনি। বলে দিয়েছেন, ‘আমরা এখনও কিছুই জিতিনি। সুতরাং, মানসিকতা কিংবা খেলায় কোনো ঢিল দেয়া যাবে না।’

গেটাফের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমরা এখনও কিছুই জিতিনি। এখনও আমাদের ৬টি ম্যাচ বাকি। যেখানে রয়েছে ১৮ পয়েন্ট। যতক্ষণ পর্যন্ত না গাণিতিকভাবে আমরা চ্যাম্পিয়ন না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের থামা যাবে না। নিজেদের খেলা চালিয়ে যেতে হবে।’

প্রতিপক্ষ বার্সা সম্পর্কে জিদানের মূল্যায়ন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বীরা ম্যাচ জেতার জন্য সব কিছু করে যাচ্ছে। সুতরাং, কোনো কিছুতেই আমরা নিশ্চিত হয়ে গেছি, তা কোনোভাবেই বলা যাবে না। একজন খেলোয়াড় হিসেবে এই অভিজ্ঞতাও আমার আছে। আসলে আমরা তো সত্যিকারার্থে কিছুই জিতিনি।’