রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জিতেছে ম্যানসিটি-লিচেস্টার

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ৮:০৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টানা পঞ্চম জয়ে চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বার্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে সিটিজেনরা।
 

এদিকে, বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি বার্নলির বিপক্ষে জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আতিথ্য নেওয়া বার্নমাউথের বিপক্ষে ভালো খেললেও শেষ ৩০ মিনিটে গোলবঞ্চিত থাকতে হয় স্বাগতিক ম্যানসিটিকে। খেলার ১৫ মিনিটের মাথায় সিটিকে এগিয়ে দেন বেলজিয়ামের প্রাণভোমরা ডি ব্রুইন।

২৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ইহেনাচো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ম্যানসিটি।

বিরতির পর খেলার ৪৮ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন রাহিম স্টারলিং। ইহেনাচোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন ইংলিশ এই তারকা। ৬৬ মিনিটে দলের লিড ৪-০তে নিতে গোল করেন গুনডোগান। ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। ৮৬ মিনিটে দশজনের দলে পরিণত হয় ম্যানসিটি। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় নোলিতোকে। তবে, ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের।

৫ ম্যাচের পাঁচটিতে জয়ের ফলে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইলো ম্যানসিটি।

এদিকে, কিং পাওয়ার খ্যাত বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি নিজেদের মাঠে ৩-০ গোলে হারায় বার্নলিকে। দলের হয়ে জোড়া গোল করেন আলজেরিয়ার ২৮ বছর বয়সী স্ট্রাইকার স্লিমানি ইসলাম। বাকি গোলটি বার্নলির ইংলিশ ডিফেন্ডার বেন মি’র আত্মঘাতী গোলের সুবাদে লাভ করে লিচেস্টার। খেলার প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) গোল দুটি করেন স্লিমানি।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা