রবিবার , ১৭ জুন ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জার্মানির ফেভারিট তকমা খসিয়ে দিল মেক্সিকো!

Paris
জুন ১৭, ২০১৮ ১১:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেভারিটের তকমা গায়ে সেঁটে এবার বিশ্বকাপ খেলতে এসেছে জার্মানি। তবে প্রথম ম্যাচের পর জার্মানদের গা থেকে তা উবে যেতে পারে? এ ম্যাচেই তো তাদের গা থেকে ফেভারিট উপমা খাসিয়ে দিল মেক্সিকো। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে যেন চমকই উপহার দিলেন মেক্সিকানরা।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় দুদল। প্রথম মিনিট থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে এগিয়ে যায় মেক্সিকো। ৩৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে লিড এনে দেন ইয়ার্ভিং লোসানো। এ ব্যধান নিয়েই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় জার্মানি। তবে মেক্সিকোর জমাট রক্ষণ টলাতে পারেননি মেসুত ওজিলরা।দূরপাল্লার শটেও কাঁপন ধরাতে পারেননি মেক্সিকো গোলকিপার গিয়ের্মো ওচোয়ার। উল্টো পাল্টা আক্রমণে কয়েকবার ত্রাস ছড়িয়ে মেক্সিকো। ভাগ্য সহায় থাকলে গোল পেতে পারতো তারাও।

শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে ১-০ গোলে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়েন জিনিয়াস জোয়াকিম লোর শিষ্যরা।

এ হারে শিরোপা ধরে রাখার স্বপ্নে বড়সড় ধাক্কা খেল জার্মানি। শুধু তাই নয় ফুটবলের সবচেয়ে বড় আসরে মেক্সিকোর বিপক্ষে অপরাজিত থাকার গৌরবও বিসর্জন দিতে হলো তাদের। এর আগে তিনবার খেলে প্রতিবারই জেতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ - খেলা