বৃহস্পতিবার , ২১ মার্চ ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জার্মানিতে হিজাব পরায় অন্তঃসত্ত্বা মুসলিম নারীর পেটে ঘুষি

Paris
মার্চ ২১, ২০১৯ ৩:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির রাজধানী বার্লিনে মাথায় কাপড় পরায় এক অন্তঃসত্ত্বা মুসলিম নারীকে হামলা করেছেন অজ্ঞাত এক ব্যক্তি। বুধবার নিউকল্লিন রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে বলে  খবরে বলা হয়েছে।

এতে বলা হয়, এক ব্যক্তি একটি কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় হিজাব পরায় দুই নারীকে নিয়ে পরিহাস করতে শুরু করেন।

হামলাকারী ওই অন্তঃসত্ত্বা নারীর পেটে ঘুষি মারেন। এছাড়া তার সঙ্গে থাকা নারীর মুখে ঘুষি মেরে ঘটনাস্থল থেকে কেটে পড়েন।

হামলার শিকার হওয়া অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্লিনের পুলিশ এ ঘটনায় তদন্ত করছে বলে জানিয়েছে।

সম্প্রতি জার্মানিতে মুসলিম ও অভিবাসীদের প্রতি বৈরী আচরণ বেড়েছে। গত বছরের আগস্টে উগ্রবর্ণবাদীদের মিছিলে আতঙ্কিত হয়ে উঠেছিল পূর্ব জার্মানি।

এতে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা অভিবাসীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ও নিষিদ্ধ হওয়া হিটলারের মতো স্যালুট দিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেবল ২০১৮ সালেই মুসলমান ও ইসলামিক ইনস্টিটিউটগুলোতে সাড়ে নয়শত হামলার ঘটনা ঘটেছে।

ইউরোপে দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনসংখ্যা জার্মানিতে।

সর্বশেষ - আন্তর্জাতিক