সিল্কসিটিনিউজ ডেস্ক:
মিউনিখ হামলার দুই দিন না যেতেই ফের জার্মানির একটি বারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়।
রোববার (২৪ জুলাই) দক্ষিণ জার্মানির নুরেমবার্গের কাছে আনসবাচ শহরের একটি বারে এ বিস্ফোরণ ঘটে।
এটি কিসের বিস্ফোরণ তা জানা না গেলেও শহরের মেয়র বলেছেন, এটি ছিল বিস্ফোরক যন্ত্র।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ইউজেনেস ওয়াইন নামে ওই বার সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এরআগে শুক্রবার (২২ জুলাই) মিউনিখে বন্দুকধারী কিশোরের গুলিতে ৯ জন নিহত হয়।
সূত্র: বাংলা নিউজ