জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ধর্ম প্রতিমন্ত্রী ও মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ধর্ম প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কাটাখালির জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার কমিটি, শিক্ষকবৃন্দ, উলামায়ে কেরাম ও ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, এমপি এবং প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ স্বন্দিপীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। সঞ্চালনা করেন মুফতি হোসাইন আহমদ। সভায় কাঁটাখালী মসজিদের অধ্যক্ষ আব্দুর রউব, হেঁতেম খাঁ মসজিদের খতিব মুফতি ইয়াকুব, সোনাদীঘি মসজিদের খতিব তৈয়বুর রহমান নিজামী সহ জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।