রাসিক নির্বাচনে জামায়াতের একজন প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩৫ জন জামায়াত প্রার্থীদের মধ্যে একজন মাত্র কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ১০ সংরক্ষিত আসনে জামায়াতের সুলতানা রাজিয়া। এই নির্বাচনে তিনি ২৬, ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের নির্বাচনে চশমা প্রতীকে নির্বাচিত হন। তিনি এর আগে ২০১৩ সালের নির্বাচনে বালতি প্রতীকে নির্বাচিত হন।

জানা গেছে, রাসিকের ৩০টি ওয়ার্ডে ৩০ জন জামায়াত প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। আর পাঁচটি ওয়ার্ডে পাঁচজন নারী সংরক্ষিত আসনের নির্বাচনে অংশ নেন। এর মধ্যে শুধু সুলতানা রাজিয়া জয়ী হন। ওয়ার্ডগুলোতে জামায়াতের এক প্রার্থী থাকার পরেও তারা নির্বাচিত হতে পারেনি।

এছাড়া ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াতের একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন অধ্যাপক আবদুস সামাদ। তিনি ২০১৩ সালে নির্বাচনে জয়ী হন। এবছর পরাজিত হন আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম পিন্টুর কাছে।

 

স/আ