জামাল ভূঁইয়াদের কাছে দুইটি জিনিস চাইলেন কাজী সালাউদ্দিন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের চলমান অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শুক্রবার বিকেল বাফুফে সভাপতি জামাল ভূঁইয়াদের অনুশীলন দেখেছেন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।

এ সময় সভাপতির সঙ্গে ছিলেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পরে গণমাধ্যমকে বলেছেন, ‘সভাপতি মহোদয় আমাদের কাছে দুটি জিনিস চেয়েছেন, দুটি নির্দেশনা দিয়েছেন। আজকে তিনি আমাদের তার জীবনের গল্প বলেছেন। কীভাবে তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে। কীভাবে তিনি সবকিছু ম্যানেজ করেছেন-এসব।’

জামাল আরও বলেন, ‘তিনি আমাদের কাছে যে দুটি জিনিস চেয়েছেন তার একটি ডিসিপ্লিন এবং অন্যটি কমিটমেন্ট। শতভাগ কমিটমেন্ট নিয়ে তিনি আমাদের মাঠে খেলতে বলেছেন।’

শুক্রবারের অনুশীলনে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বেশি কাজ করেছেন সেট পিস নিয়ে। জামাল বলেছেন, ‘আপনারা দেখেছেন যে, আজ আমাদের কোচ বেশি কাজ করিয়েছেন সেট পিস নিয়ে। কারণ, আমরা সেটপিসে অনেক গোল খেয়েছি। সর্বশেষ ৪-৫টি ম্যাচ আমরা সেটপিস থেকে ৬টি গোল রিসিভ করেছি।’

ফিটনেস কতটা উন্নতি হয়েছে? এমন প্রশ্নের উত্তরে জামাল বলেছেন, ‘দেখুন, সবচেয়ে বেস্ট ফিটনেস হচ্ছে ম্যাচ ফিটনেস। ম্যাচ খেলতে পারলে ফিটনেসের উন্নতি হবে। অনুশীলনে আমরা অনেক রানিং করতে পারি। কিন্তু আসল ফিটনেস আসে ম্যাচে।’

আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলবে কম্বোডিয়ার কিপক্ষে। এরপর ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

অনুশীলনরত জাতীয় ফুটবল দল শনিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। উত্তরার পুলিশ মাঠে ওই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। ম্যাচটি ক্লোজডোরে হবে বলে দর্শক এবং গণমাধ্যমকর্মীরা খেলা দেখতে পারবেন না।

 

সূত্রঃ জাগো নিউজ