জামার্নির জালে স্পেনের ‘হাফ ডজন’ গোল (ভিডিও)

ফাইনাল ফোরে জায়গা করে নিতে প্রয়োজন ছিল কেবল একটি ড্রয়ের।

সে জন্য অনেকটা নির্ভার হয়েই বুধবার রাতে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি।

আর সেই ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ঘটল তাদের।

বুধবার উয়েফা নেশনস লিগের চার নম্বর গ্রুপে শেষ ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে স্পেনের কাছে হাফ ডজন গোল হজম করল জার্মানি। শোধ করতে পারেনি একটিও।

কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এত বড় ব্যবধানে আগে কখনও হারেনি জার্মানি। ম্যাচে হ্যাটট্রিক করেন স্পেনের ফেররান তোরেস।

ম্যাচের ১৭ মিনিটেই শুরু হয় স্পেনের তাণ্ডব। এ সময় ফাবিয়ান রুইজের বাঁকানো কর্নার কিককে নিখুঁত হেডে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন মোরাতা।

ম্যাচের ৩৩ মিনিটে ফের রুইজের পাস থেকে গোল করেন ফেররান তোরেস।

প্রথমার্ধ শেষ হওয়ার মিনিটখানেক আগে ফের এক কর্নার কিক থেকে দারুণ এক হেডে গোলের দেখা পান রদ্রি।

৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে কত সময়ে ৩ গোল শোধ করে জার্মানি সেটি দেখতেই উৎসুক হয়ে বসেছিলেন ফুটবলপ্রেমীরা।

কিন্তু ঠিক তার উল্টোটাই ঘটল। বারবার আক্রমণে উঠে জার্মানির রক্ষণের দুর্বলতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন লুইস এনরিকের শিষ্যরা।

৫৫ মিনিটে ফের সফল হন স্পেনের স্ট্রাইকাররা। পাল্টা আক্রমণে হোসে গায়ার পাস থেকে দর্শনীয় এক গোল করেন ফেররান তোরেস, যা ছিল ফেররানের দ্বিতীয় ও ম্যাচের ৪র্থ গোল।

৭১ মিনিটের মাথায় আবারও জার্মানির রক্ষণ তছনছ করে দেন ফেররান তোরেস। ফাবিয়ান রুইজের পাস থেকে জোরালো শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফেররান।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে জার্মানির জালে অর্ধ ডজন পূরণ করেন মিকেল ওয়ারজাবাল।

জার্মানিকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নেশনস লিগে শিরোপার দৌড়ে এগিয়ে গেল স্পেন। আর ন্যূনতম ড্র না করতে পেরে শিরোপা থেকে ছিটকে গেল জার্মানি।

ম্যাচ হাইলাইটস দেখুন–

 

সূত্রঃ যুগান্তর