শুক্রবার , ১১ ডিসেম্বর ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাপানে করোনার তৃতীয় ঢেউ

Paris
ডিসেম্বর ১১, ২০২০ ৯:৩০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে জাপানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। দেশটিতে দৈনন্দিন সংক্রমণের গড় বেড়ে যাওয়ায় সরকারকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

জাপানি বার্তা সংস্থা কিওদো জানিয়েছে, বুধবার দেশে নতুন করে দুই হাজার ৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫৫ জনের অবস্থা গুরুতর। দেশের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ছয়টিতে দৈনন্দিন সংক্রমণের হার বেড়েছে। এগুলোর মধ্যে পর্যটন নগরী কিওটো ও কাগোশিমা রয়েছে।

জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস (এসডিএফ) উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর আসাহিকাওয়া শহরে নার্স পাঠিয়েছে। এখানে দুটি হাসপাতাল ও শারীরিক প্রতিবন্দীদের একটি কেন্দ্রে উপচে পড়া করোনা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। টোকিওর পর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এলাকা ওসাকাতেও অতিরিক্ত চিকিৎসাকর্মী চেয়ে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, টোকিওতে বুধবার নতুন করে ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর রাজধানীতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এটি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক