শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে ভারত

Paris
নভেম্বর ২, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রথম দিন শেষ ১০ মিনিট ভারতের জন্য ছিল দুঃস্বপ্ন। দ্রুত কিছু উইকেট হারানোর পর সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ গড়ে দেয় ঋষভ পন্ত ও শুবমান গিলের জুটি। তাদের ৯৬ রানের জুটিতেই কিউইদের ২৩৫ রান টপকে প্রথম ইনিংসে ২৬৩ রানের সংগ্রহ পায় স্বাগতিক দল। তার পর দ্বিতীয় দিনের শেষভাগে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের ঘূর্ণিতে নামা ব্যাটিং ধসে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা নিউজিল্যান্ড। কিউইরা ১৪৩ রানের লিড পেলেও সব মিলে টেস্টে এগিয়ে আছে ভারত।

ভারত মূলত এই টেস্টে খেলছে তিন বা ততোধিক টেস্টের সিরিজে ঘরের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। নিউজিল্যান্ড যে অবস্থায় এখন আছে তাতে এই লক্ষ্যও সহজ হওয়ার কথা নয়। কারণ, দুই দিনে উইকেট পড়েছে ২৯টি।

গতকাল ভারত যেভাবে দিন শেষ করেছিল সেখান থেকে দলটিকে উদ্ধারে মূল অবদান ছিল শুবমান গিল ও ঋষভ পান্তের। ৯৬ রানের জুটি গড়েন তারা। দুর্ভাগ্য গিল ৯০ রানে আউট হয়েছেন। পান্ত ফিরেছেন ৬০ রানে। ওয়াশিংটন সুন্দর ৩৮ বলে ৩৬* রানের অপরাজিত ক্যামিও ইনিংসে লিডটাকে ২৫ রান ছাড়াতে ভূমিকা রেখেছেন।

কিউইদের হয়ে ১০৩ রানে ৫ উইকেট নিয়েছেন অ্যাজাজ প্যাটেল। একটি করে নিয়েছেন ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও ইশ সোধি।

তার পর অশ্বিন ও জাদেজার ঘূর্ণি জাদুতে কাবু হয়েছে সফরকারী নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ব্যাটিংয়ে ধস নামাতে মূল অবদান ছিল জাদেজার। দুজনে মিলে ৭ উইকেট শিকার করে কিউইদের বিশাল টার্গেট দেওয়া থেকে বিরত রাখতে পেরেছেন। দলে একমাত্র প্রতিরোধ গড়তে পেরেছিলেন উইল ইয়াং। ৫১ রান করেন তিনি। তাছাড়া ২৬ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। ২১ ও ২২ রান করেছেন যথাক্রমে ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে।

৫২ রানে ৪ উইকেট নিয়ে দিন শেষ করেছেন জাদেজা। ৬৩ রানে তিন উইকেট নিয়ে দিন শেষ করেছেন অশ্বিন। একটি করে নিয়েছেন আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা