জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি

বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। আজ শনিবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুর‌্যালে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টায় সিটি করপোরেশনের মেয়র দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শনিবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে শনিবার প্রত্যুষে মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। তবে করোনার কারনে সব আয়োজন সীমিত করা হয়।

এদিকে, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

অপরদিকে, শোক দিবসের সকল কর্মসূচী নির্বিঘ্ন এবং শান্তিপূর্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন