জাতীয় পার্টি চেয়ারম্যান থাইল্যান্ড যাচ্ছেন

সিল্কসিটি নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ব্যক্তিগত সফরে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন। এদিন দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি ও তার সহধর্মিণী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব তার সফরসঙ্গী হবেন। রোববার রাত ১১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানে (টিজি-৩৩৯) ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করবেন তারা।

এদিকে পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে আহ্বায়ক করে ত্রাণ কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। এ কমিটির নেতৃত্বে ভয়াবহ বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবে দলটি। বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ত্রাণ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।

এই কমিটির সদস্যরা হলেন- সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, মোমিন চৌধুরী বাবু, ইয়াহ্ ইয়া চৌধুরী, এইচএম শাহরিয়ার আসিফ, গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. হেলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, ওসমান আলী, সৈয়দ ইফতেকার আহসান হাসান, আনোয়ার হোসেন তোতা, সুমন আশরাফ, জহিরুর ইসলাম মিন্টু, আহাদ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, এসএম আল জুবায়ের, শামীম আহমেদ রিজভী, মিজানুর রহমান মিরু, নুরুল হক নুরু, দ্বীন ইসলাম শেখ, ফজলে এলাহী সোহাগ, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন, আহমেদ রিয়াজ, কাজী মামুন, জহিরুল ইসলাম মিন্টু এবং আল মামুন।

এছাড়াও জাতীয় পার্টির পক্ষ থেকে সিলেট বিভাগের বন্যা দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী প্রদানের উদ্দেশ্যে সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়ক প্রেসিডিয়াম সদস্য আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। হবিগঞ্জ জেলার দায়িত্বে মুনিম চৌধুরী বাবু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, শংকর পাল, আহাদ চৌধুরী শাহীন, জালাল খান, তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল মোক্তাদির অপু, এমএ মুনিম চৌধুরী বুলবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজল আহমেদ।

মৌলভীবাজার জেলার দায়িত্বে হাজী মো. কামাল হোসেন, শেখ মাহমুদুর রহমান, মাহবুবুল আলম, আহমেদ রিয়াজ, মো. দুরুদ আলী, সৈয়দ নুরুল হক, এম লুৎফুল হক, মিজানুর রব, বেলায়েত আলী খান জুয়েল। সিলেট জেলার দায়িত্বে গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ সিদ্দিকী, সাব্বির আহমেদ, ইয়াহ ইয়াহ চৌধুরী, কুনু মিয়া, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, ওসমান আলী চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, বশির লস্কর, আহসান হাবিব মঈন, আলতাফুর রহমান আলতাফ এবং সুনামগঞ্জ জেলার দায়িত্বে পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, মোহাম্মদ আলী খুশনুর, রশিদ আহমেদ চেয়ারম্যান, মনির উদ্দিন মনির, সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল কাদির, শওকত আলী ও জসীম উদ্দিন।

সূত্র: যুগান্তর