সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাকের-অঙ্কনের লড়াইয়ে প্রস্তুতিটা মন্দ হলো না বাংলাদেশের

Paris
নভেম্বর ১৮, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। সেই প্রস্তুতিটা নেহায়েত মন্দ হয়নি বাংলাদেশের।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানে ৪ উইকেট হারালেও পরে বাংলাদেশ দলকে টেনে তুলেছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের লড়াইয়ে বাংলাদেশের পুঁজি ২৫৩। যার জবাবে ব্যাট করতে নেমে ৫ রানে এক উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ছয়ে নেমে জাকের আলী খেলেছেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল ইসলাম ৪১। পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়া এ দুজন মাঠ ছেড়েছেন স্বেচ্ছায়। এ ছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ২৫৩ রানে।

জবাবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ক্রেইগ ব্রাফেটকে হারিয়েছে শুরুতেই। দিনের শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ২ ওভার ব্যাট করে। তাতে হাসান মুরাদের করা প্রথম ওভারের চতুর্থ বলেই জাকেরের ক্যাচে পরিণত হন ব্রাফেট। স্বাগতিকদের রান ১ উইকেটে ৫।

উল্লেখ্য, বাংলাদেশুওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজ শুরু হবে ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ দল: প্রথম ইনিংসে ৭৩.২ ওভারে ২৫৩ (মাহমুদুল ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন ৩১, জাকের ৪৮, মাহিদুল ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭)।

 

সূত্র: যুগান্তর