সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জর্ডানে গিয়ে পড়ল ইসরায়েলি মিসাইল!

Paris
নভেম্বর ১৮, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এবার মিত্র দেশ জর্ডানে গিয়ে পড়েছে ইসরায়েলের একটি মিসাইল। এটি লোহিত সাগর উপকূলবর্তী শহর আকাবায় গিয়ে পড়ে।

জর্ডান থেকে অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ত্রুটিপূর্ণ ইন্টারসেপ্টর (প্রতিরোধ) মিসাইল লোহিত সাগরের উপকূলবর্তী শহর আকাবাতে আঘাত হানে। এটি ইসরায়েল সীমান্ত থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে বিলাসবহুল শহর আকাবায় গিয়ে পড়ে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আকাবায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি শত্রুর প্রজেক্টাইল ধ্বংসের লক্ষ্য ছোড়া ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং অন্যটি হচ্ছে মিসাইল, যা ভূমিতে আঘাত হানে।

রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে জর্ডান কর্তৃপক্ষের কাছে থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছিল, ইহুদিবাদী ভূখণ্ডের ইলাত শহরের দিকে ইরাক থেকে ছোড়া একটি ড্রোন ঠেকাতে মিসাইল নিক্ষেপ করা হয়। কিন্তু সেটি ত্রুটির কারণে ইলাতের মাটিতে আছড়ে পড়ে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন