জরুরি ভিত্তিতে ভুটানে ওষুধ পাঠালেন প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষায় ভুটানের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটানের প্রবীণ নাগরিকদের কোভিড -১৯ ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য জরুরি ওষুধের দুটি চালান পাঠিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ দুটি ওষুধের চালান পাঠানো হয়।

ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মার উৎপাদিত ভিটামিন সি সিভিটের ৫ লাখ ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে প্রথম চালানটি ঢাকা ছেড়ে ছেড়ে গেছে এবং বিকেলে রংপুরের লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত বন্দর পৌঁছে যাবে থিম্পু যাওয়ার জন্য। ২য় চালানটি রোববারের মধ্যে সীমান্ত বন্দরে পৌঁছাতে পারে।

এর আগেও বাংলাদেশ হ্যান্ড স্যানিটাইজারসহ ভুটানে জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল ছিল।

 

সূত্রঃ সময়