সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঘরের মাঠে হারতে বসা দুই ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত ভাগ বসাতে পেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ০-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে নাটকীয়ভাবে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এ জয়ে ২০২৪ সালটা বাংলাদেশ শেষ করেছে জয় দিয়ে। অবশ্য এমন জয়েও তৃপ্তির ঢেকুর তোলতে নারাজ বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
জয়ের পর বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে আসলেন খানিকটা বিরক্তি নিয়ে। এ ম্যাচ দিয়েই বাংলাদেশের সঙ্গে দীর্ঘ তিন বছরের ইতি ঘটেছে তার। এখন নতুন করে মেয়াদ না বাড়ালে এটিই হবে ক্যাবরেরার বাংলাদেশের শেষ ম্যাচ।
কেমন ছিল তার বাংলাদেশের সঙ্গে এই পথচলা। ক্যাবরেরা বলেন, ‘আমি বাংলাদেশে কাজ করতে পেরে সন্তুষ্ট। বাফুফের আচরণেও আমি খুশি। এখন নতুন কমিটি, তাদের সঙ্গে বসে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত।’
নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের দুই ম্যাচের অন্যতম লক্ষ্য ছিল এশিয়ান কাপ বাছাইয়ে পট-তিনে জায়গা করে নেওয়া। হোম ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে হারে সেই সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ কোচ, ‘বাংলাদেশের পট-তিনে থাকার আর সম্ভাবনা নেই।’
চলতি বছরে বাংলাদেশ আটটি ম্যাচ খেলেছে। যার মধ্যে বাংলাদেশ ছয়টিতে হার ও দুটিতে জিতেছে। জামাল ভূঁইয়াদের ২০২৪ সালটা কোচ পর্যালোচনা করলেন এভাবে, ‘খুব খুশি নই। আমরা আরেকটি ম্যাচ জয়ের মতো ছিলাম। বিশেষ করে ভুটানের দুটিই জেতা উচিৎ ছিল।’
এদিন মালদ্বীপকে হারালেও খুশি নন ক্যাবরেরা। স্প্যানিশ এই কোচ বলেন, ‘আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা সঠিক নয়। প্রথম ম্যাচেও আমরা জিততে পারতাম, ওই ম্যাচে আরও বেশি সুযোগ তৈরি করেছিলাম।’
সূত্র: যুগান্তর