শনিবার , ১৯ জানুয়ারি ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জম্মু ও কাশ্মীরে ব্যাপক তুষারপাত

Paris
জানুয়ারি ১৯, ২০১৯ ৯:৪২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরে ব্যাপক তুষারপাতের কবলে পড়ে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন তুষারের নিচে চাপা পড়ায় তাদের উদ্ধারকাজ চলছে।

তুষার ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লাদাখের খারদুংলা জেলা। শুক্রবার এ ধসের জেরে বরফের নিচে প্রায় দশজন আটকে পড়েছে বলে জানা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তল্লাশি করেছে সেনা ও স্থানীয় পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবারই তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছিল। আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলে মনে করছেন ভারতের কেন্দ্রীয় আবহাওয়াবিদরা।

লাদাখের পথ এখন বরফময়। পথ পরিষ্কারের জন্য তিনটি বরফবাহী গাড়ি গিয়েছিল খারদুংলায়। একটি গাড়িতে বরফ ভর্তি করার কাজ শেষও হয়ে গিয়েছিল। অন্য একটি গাড়িতে বরফ ভরার সময় দুর্ঘটনাটি ঘটে।

এর আগে খারদুংলাসহ কাশ্মীরের আরও নয়টি জেলায় তুষার ধসের সতর্কতা জারি করা হয়েছিল। খারদুংলা ছাড়াও সতর্কতার মধ্যে আছে, অনন্তনাগ, কুলগাম, বড়গাম, বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্দেরবাল, কারগিল ও লে জেলা। সবগুলোই তুষার ধসপ্রবণ এলাকা। এলাকাগুলোয় পর‌্যটক যাওয়ায় নিয়ে নিষেধজ্ঞা জারি করা হয়েছে। সরিয়ে আনা হচ্ছে স্থানীয়দের।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত