বুধবার , ২৮ ডিসেম্বর ২০১৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াও

Paris
ডিসেম্বর ২৮, ২০১৬ ৪:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভালোই জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। তারা এখনও পিছিয়ে ১৬৫ রানে।

পাকিস্তানের ৪৪৩ রানের জবাবে শুরুতে খেলতে নেমে ৪৬ রানে একটি উইকেট হারালেও পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা মিলেই প্রতিরোধের দেয়ালটাকে করেন সুসংহত। দ্বিতীয় উইকেটে এই জুটিতে আসে ১৯৮ রান। দলীয় ২৪৪ রানে ফিরে যান ওয়ার্নার। যাওয়ার আগে করেন ১৪৪ রান। ১৪৩ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও একটি ছয়। খাজা অপরাজিত আছেন ৯৫ রানে। স্মিথ আছেন ১০ রানে।

পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

এর আগে পাকিস্তানের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে অসিদের মাটিতেই ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন আজহার আলী। অপরাজিত ছিলেন ২০৫ রানে। আজহারের ডাবল সেঞ্চুরিতে ভর করেই ৯ ‍উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

ডাবল সেঞ্চুরির আগেই পাকিস্তানের হয়ে ৪৪ বছর আগের রেকর্ড ভাঙেন আজহার। মেলবোর্নে ১৯৭২ সালে অসিদের বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানটি করেছিলেন মাজিদ খান (১৫৮ রান)। এবার সেই রেকর্ডকে ভেঙে নতুন করে নাম লেখালেন আজহার।

সূত্র  : বাংলাট্রিবিউন

সর্বশেষ - খেলা