সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘গণতান্ত্রিক দেশে জনমত ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া কোনো গোষ্ঠী কর্তৃক সাংবিধানিক বা যে কোনো সংস্কার টেকসই হবে না। সংস্কার টেকসই হবে তখনই যখন জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কোনো সংস্কার করবে।’
শনিবার বিকেলে ফরিদপুর জেলা ওলামা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সমর্থন করে জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘সরকারের সফলতা অর্জনেও বিএনপি সহযোগীতা করছে এবং করবে।
আমরা চাই এ সরকার সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিক এবং জনগণ দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করুক।’
তিনি বলেন, ‘অনেকেই মনে করছেন ১ মাস বা ২ মাসের আন্দোলনে স্বৈরাচারী সরকার পালিয়েছে। কিন্তু এটি একটি ভূয়া ভাবনা। এক, দুই মাসের আন্দোলনে এ স্বৈরাচারী সরকার পালায়নি।
বিএনপি ও বিরোধী দলগুলোর বিগত ১৭ বছরের আন্দোলনের ফসল ছিল বিগত স্বৈরাচারী সরকারের বিদায়। স্বৈরাচার পতন আন্দোলনে বিএনপির প্রায় ১৭শ নেতাকর্মী ঘুম ও খুনের শিকার হয়েছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়েছে লাখ লাখ মামলা। মামলা, হামলা, গুম ও খুনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দোশনানুযায়ী স্বৈরাচারী আ. লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘স্বৈরাচার সরকার পালিয়েছে তবে তার দোসররা এখনো সরকারকে ব্যর্থ করার বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। বিএনপি এ সরকারকে সহযোগীতা করে যাচ্ছে যাতে এ সরকার ব্যর্থ না হয়। তবে সরকারের উচিত দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দেওয়া।
জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
রাজবাড়ী জেলা ওলামা দলের সদস্য সচিব ও ফরিদপুর জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, মাশুকুর রহমান মাশুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা আবুল হোসেন ও ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এম কাইয়ুম।
সূত্র: কালের কণ্ঠ