জনগণ চাইলে আমি পদত্যাগ করব: অমিত শাহ

শীতলকুচিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার পিছনে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের চক্রান্ত রয়েছে বলে দাবি করে শনিবার তার পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার মমতার ওই দাবির জাবাবে অমিত শাহ বলেন, ‘জনগণ চাইলে আমি পদত্যাগ করব।’

অমিত শাহের এই বক্তব্য ইঙ্গিতবহ বলে মনে করছে রাজনৈতিক মহল। খবর হিন্দুস্তান টাইমসের।

রোববার রাজ্যে ভোটপ্রচারে এসে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘মানুষ যখন চাইবে তখন আমি ইস্তফা দেব। তবে ২ মে আপনি ইস্তফা দেওয়ার জন্য তৈরি থাকুন।’

অমিত শাহ বলেন, ‘মমতা দিদির প্ররোচনামূলক বক্তব্যের জন্যই শীতলকুচিতে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’