সোমবার , ১২ সেপ্টেম্বর ২০১৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গি হামলার পর এবার যে নিরাপত্তা থাকছে শোলাকিয়ায়

Paris
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১০:৪২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার ১৮৯ তম জামাতকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। ঈদের দিন শোলাকিয়া মাঠ ও আশ পাশের এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তাছাড়া র‌্যাব-পুলিশসহ অন্যান্য বাহিনীর বিপুলসংখ্যক সদস্যরাও মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠের সভাপতি ও জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘এবার মাঠে কাউকে কোনও ধরনের ব্যাগ বা পোটলা নিয়ে ঢুকতে দেওয়া হবেনা।

গত ঈদুল ফিতরের দিন শোলাকিয়া মাঠের পাশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিত এবার নিরাপত্তামূলক ব্যবস্থা আরও জোরদার ও কঠোর করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। ঈদুল ফিতরে নামাজ পড়াতে তিনি কিশোরগঞ্জে গেলেও জঙ্গিদের হামলার পর মাঠে না গিয়ে ঢাকায় ফিরে যান তিনি।

শোলাকিয়ায় নিরাপত্তা জোরদারপ্রশাসনের একটি সূত্র জানায়, শোলাকিয়ায় মূলত ঈদুল ফিতরের জামাতে তিন থেকে চার লাখ মুসল্লির সমাগম হয়। কিন্তু ঈদুল আজহার জামাতে এর অনেক কম মুসল্লি মাঠে নামাজ আদায় করতে আসেন। ফলে এবার নিরাপত্তা নিয়ে বড় ধরনের কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না আইনশৃঙ্খলা বাহিনীকে।

শনিবার দুপুরে শোলাকিয়া মাঠে গিয়ে দেখা গেছে,পুলিশ সদস্যরা এরইমধ্যে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছেন।ঈদের জামাতের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

এসময় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান,ঈদুল ফিতরে জঙ্গিদের ভয়াবহ হামলার কথা তারা কিছুতেই ভুলতে পারছেন না। গত ঈদে যারা এ মাঠে নামাজ পড়তে এসেছিলেন, তাদের অনেকে হয়তো ভয়ে এবার আর এখানে আসবেন না।

শোলাকিয়া ঈদগাহকেউ কেউ বলছেন, নিরাপত্তা যতই জোরদার করুক হোক না কেন, মন থেকে সেই ভয় কোনোদিনই যাবে না। সব মিলিয়ে তাদের আশঙ্কা, এবার হয়তো শোলাকিয়ায় ঈদের জামাতে অনেক কম লোকের সমাগম হবে।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, ‘সবকিছু মাথায় রেখে এবার শোলাকিয়ায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব-পুলিশ, এপিবিএন ও আনসার সদস্য থাকছে। তাছাড়া সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠের ভেতর ও বাইরে কাজ করবেন।’

পুলিশ সুপার জানান,‘ঈদের দিন মাঠের তিন দিকের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। মাঠের সামনের দুটি গেটে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির পর মুসল্লিদের ভেতরে ঢুকতে দেওয়া হবে। মাঠ ঘিরে থাকবে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার নজরদারি।’ তিনি আরও জানান, পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া চেষ্টা করবে। এখানে কোনও ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসক বলেন, ‘গত ঈদে অপ্রত্যাশিত জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই এবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ঈদকে ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষের দিকে।’ নিরপত্তার প্রশ্নে গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান জেলা প্রশাসক।

প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ার ঈদগাহের পাশে আজিমুদ্দিন স্কুলের সামনে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গ্রেনেড হামলা ও চাপাতির কোপে নিহত হন পুলিশের দুই সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক। পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। এতে নিজের ঘরে থাকা ঝর্ণা রাণী সূত্রধর নামে এক গৃহবধূ নিহত হন। পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে শফিউল ইসলাম নামে আরেক জঙ্গি। কিছুদিন পর ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শফিউল।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়