শনিবার , ৯ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গি মোকাবেলায় কাজ করবে ছাত্রলীগ:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Paris
জুলাই ৯, ২০১৬ ৯:৩৬ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, নবনির্বাচিত কমিটি আগামী দিনের আদর্শ সৈনিক হিসেবে কাজ করবে। দলকে সুসংগঠিত করে জঙ্গি মোকাবেলা করার আহবান জানান। সন্ত্রাসী-মাদকসেবীর ছাত্রলীগে স্থান হবেনা। আওয়ামীলীগ সরকারের সফলতার কথা তুলে ধরে বলেন, নির্বাচনে আওয়ামীলীগ যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটি পর্যায় ক্রমে বাস্তবায়ন করছে। বিএনপি-জামায়াতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলায় নবনির্বাচিত কমিটি একসাথে কাজ করতে হবে।

 
শনিবার কেশবপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাজশাহী বাঘা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মিল্টন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মুক্তা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।

 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল আলম, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল।

 
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, নছিম উদ্দিন, আমিরুল ইসলাম, কবির হোসেন, আবদুর রহমান, আবদুল কুদ্দস সরকার, মামুনুর রহমান, শহীদুজ্জামান শাহীদ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতি, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুস সামাদ সরকার, সাধারণ সম্পাদক রাকিব সরকার প্রমুখ।

 
উল্লেখ্য, দীর্ঘদিন পর পদ প্রত্যাশীরা নিজ নিজ সমর্থিত দলীয় লোকজন নিয়ে সম্মেলনকে হাজার হাজার নেতা-কর্মীরা মুখরিত করেন।

 
এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, ওসি আলী মাহমুদসহ দলীয় নেতা-কর্মী নিয়ে সকালে গড়গড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল গনি মন্ডলের কবর জিয়ারত করেন।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর