বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘জঙ্গি দমনে শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হয়েছেন’

Paris
জুলাই ২৮, ২০১৬ ১০:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে জঙ্গি সমস্যা বাংলাদেশেই নয়। এই সমস্যা গোটা বিশ্বের। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে জঙ্গি দমনে কাজ করতে হবে। জঙ্গি দমনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বিশ্বে প্রশংসিত হয়েছেন। কারণ কিছু দিন আগে গুলশানের হলি আর্টিজানে ও ঈদের দিন শোলাকিয়ায় যে হামলা হয়েছিল তা অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে  তা মোকাবেলা করেছিলেন।

 
বৃহস্পতিবার দুপুর ১১টায়  পুঠিয়া উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

 
সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা আরো বলেন, আপনার সন্তান কিংবা পরিবারের সদস্য কোথায় কি করছেন তা সঠিকভাবে খোঁজ খবর নিতে হবে। তারা যেন বিপদগামী না হয়। তাদের স্বপ্নগুলো বিকশিত করার জন্য পরিবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের উচিৎ ছেলেমেয়ে কিংবা পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরী করা। তাহলেই জঙ্গি প্রতিরোধ করা সম্ভব হবে।

 
পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সভাপতিত্বে আরও উপস্থিত চিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানের পরিচালনায় সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শরীফ, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম মোল্লা, বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বদিউজ্জামান, বানেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রধান শিক্ষক আলিমুজ্জামান মন্টু, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলঅম রবি প্রমুখ।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর