ছোট্ট রানীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

 

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাভারের আলোচিত বিশ্বের সবচেয়ে ছোট গরু রানির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গরুটির মালিক বলছেন, গরুটি বেঁচে আছে কিন্তু অসুস্থ হয়েছে। আবার চিকিৎসক বলছেন, অতিরিক্ত দানাদার খাবার হজম করতে না পাড়ায় গরুটি বৃহস্পতিবার দুপুরে মারা গেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে শিকড় অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক আবু সুফিয়ান গরুটি বেঁচে থাকার কথা জনিয়েছেন।

অপরদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও  উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক আব্দুল মোতালিব।

‘রানী’র উচ্চতা ছিল মাত্র ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। দাবি করা হচ্ছিল, গরুটি আকারে বিশ্বের সবচেয়ে ছোট। গিনেজ বুকে নাম লেখানোর প্রক্রিয়াও শুরু করেছিলেন খামারি।

গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের সর্বশেষ রেকর্ড অনুসারে, ২০১৫ সালে ভারতে কেরালা রাজ্যে পাওয়া ‘মানিক্যাম’ নামের গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি ও ওজন ছিল ৪০ কেজি। সেটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছে। আর ‘রানী’র উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি।

সূত্র:কালের কন্ঠ