রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ছয় মাস পর রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কমিটি হস্তান্তর

Paris
আগস্ট ১১, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের ছয়মাস পর দায়িত্বভার বুঝে পেলো রাজশাহী অ্যাডভোকেট বার সমিতি। রবিবার (১১ আগস্ট) দুপুর দুইটায় রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভবনের কার্যনির্বাহী কমিটির কক্ষে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

চলতি বছর ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সংগঠনটির নির্বাচিত কমিটির হাতে দায়িত্বভার বুঝিয়ে দেন নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম। ২১ সদস্যের অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে দায়িত্ব বুঝে পান আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পদে জমসেদ আলী।

দায়িত্ব গ্রহণকালে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন পরবর্তী সময় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে নির্বাচিত হয়েও ক্ষমতার হস্তান্তর হয়নি। তবে, দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নির্বাচন কমিশন দীর্ঘ ৬ মাস পর আমাদেরকে কমিটির দায়িত্ব বুঝিয়ে দেয়। পূর্বের ঘটে যাওয়া বিষয়গুলোকে আলোকপাত করতে চান না বলেও জানান নির্বাচিত কমিটির শীর্ষ নেতারা।

শেষে, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের প্যাডে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম, কমিশন সদস্য শামীম হায়দার দারা ও মনোয়ারুল ইসলাম সাক্ষরিত দুই পাতা সম্বলিত নির্বাচনী ফলাফল ও নতুন কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মজিজুল হক, সানোয়ার কবির খান ঈসা, জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক রানা, ইমতিয়ার মাসরুল আল আমিন, হিসাব সম্পাদক আদীব ইমাম ডালিম, লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক মাহবুর জুবেরী রাজু, প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহ জাহান আলী ফাহিম, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক এসএম জ্যোতিউল ইসালাম সাফি, সদস্য- ইয়াসিন আলী, অলিউল ইসলাম, সাহাবুর রহমান, সাদেক মিয়া, ফাইসাল আলম নয়ন, নাবিলা রিজভী, হুমায়ুন কবির শাম্মী, জান্নাতুল ফেরদৌস রুপু, জাকির হোসেন।

 

সর্বশেষ - রাজশাহীর খবর