ছয় বছরের ছাত্র গুলি করলেন শিক্ষিকাকে!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় বছর বয়সী ছাত্রের গুলিতে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকা শিক্ষিকার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ৩০ বছর বয়সী শিক্ষিকা আবি জাওয়ার্নার স্থানীয় সময় শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে গুলিবিদ্ধ হয়েছেন।

নিউপোর্ট নিউজ শহরের মেয়র ফিলিপ জোনাস বিবিসিকে বলেছেন, শিক্ষিকা আবি জাওয়ার্নারের অবস্থার উন্নতি তার ফিরে আসার ইতিবাচক লক্ষণ। তবে তিনি এখনো গুরুতর অবস্থায় রয়েছেন। তার প্রাণের ঝুঁকি এখনো কাটেনি।

ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত শিশু ‘ফার্স্ট গ্রেডের’ শিক্ষার্থী। শিশুটি শ্রেণিকক্ষে হ্যান্ডগান নিয়ে এসেছিল। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গুলি করার ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়। শিশুটি বন্দুক কোথায় পেয়েছে, সেই তথ্য বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সোশ্যাল মিডিয়ায় আবি জাওয়ার্নারের দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরা। ভার্জিনিয়ায় জেমস ম্যাডিসন ইউনিভার্সিটি থেকেও আবি জাওয়ার্নারের সুস্থতা কামনা করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ