চোরের কবলে ফেইসবুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনা প্রায়ই ঘটে। এবার শোনা গেলো, ফেইসবুকের কর্মীদের তথ্য চুরি হওয়ার খবর।

সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, গত মাসে এক ফেইসবুক কর্মীর গাড়ির লক খুলে কয়েকটি হার্ড ড্রাইভ চুরি করে নিয়ে যায় চোর। এই হার্ড ড্রাইভগুলোতে ২০১৮ সালে ফেইসবুকে কর্মরত ছিলেন এমন ২৯ হাজার কর্মীর ব্যাংকিং তথ্য ছিলো। হার্ডড্রাইভে থাকা তথ্যের মধ্যে ছিলো কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বোনাসের পরিমাণ, বেতনের তথ্য ও ইক্যুইটি বিবরণ। এসব তথ্যের কোনোটাই এনক্রিপ্টটেড ছিলো না।

ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, অফিসের ভেতরের তথ্য বাইরে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। শৃঙ্খলা ভঙ্গের কারণে যে কর্মীর গাড়ি থেকে হার্ডড্রাইভগুলো চুরি গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হার্ডড্রাইভগুলো খুঁজে পেতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ফেইসবুক জানিয়েছে, চুরি হওয়া ড্রাইভগুলোতে কোনও ব্যবহারকারীর তথ্য ছিলো না। এখন পর্যন্ত তথ্যগুলো কেউ অনলাইনেও ছাড়েনি।

কর্মীদের কাছে ফেইসবুকের পাঠানো ইমেইলে জানানো হয়, চুরির ঘটনাটি ঘটে ১৭ নভেম্বর। চুরির ঘটনা ফেইসবুক জানতে পারে ২০ নভেম্বর। ওই হার্ডড্রাইভগুলোতে যাদের তথ্য আছে তাদেরকে ইমেইল পাঠিয়ে ফেইসবুক বিষয়টি জানানো শুরু করে ১৩ ডিসেম্বর থেকে।