সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১৩ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চোট কাটিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন শামি

Paris
অক্টোবর ২৮, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চোট কাটিয়ে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে তাকে দেখা যেতে পারে।

মোহাম্মদ শামি বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেসের ওপর জোর দিচ্ছেন। সম্প্রতি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে নেটে বল করতে দেখা যায় তাকে। আগামী সপ্তাহে হয়তো ম্যাচ খেলার ছাড়পত্র পাবেন।

সব কিছু ঠিক থাকলে বাংলার পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচেও বল হাতে দেখা যেতে পারে শামিকে। এ ব্যাপারে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘আমার সঙ্গে ওর কথা হয়েছে। পরের দুটো ম্যাচে শামি খেলতে পারে’।

শুধু রঞ্জি নয়, অস্ট্রেলিয়া সফরেও দেখা যেতে পারে শামিকে। অস্ট্রেলিয়া সফরের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় শামির নাম নেই। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘শামি দলের অটোমেটিক চয়েস। যখন দল নির্বাচন হয়, তখন শামির ফিটনেস সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু সেই সময় ফিটনেস নিয়ে ক্লিয়ারেন্স না আসায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। যখনই ওর ফিটনেস নিয়ে সার্টিফিকেট চলে আসবে, তখন ওকে দলে ডেকে নেওয়া হবে। তার মতো ক্রিকেটারকে দলের বাইরে রাখা সম্ভব নয়’।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা