চোখ ছোট করে ব্যঙ্গ, দুই ম্যাচ নিষিদ্ধ সার্বিয়ান খেলোয়াড়

থাইল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে হাতের সাহায্যে চোখ ছোট করেছিলেন সার্বিয়ান ভলিবল খেলোয়াড় সানজা জুর্দজেভিচ। এবার বর্ণবাদী আচরণের অভিযোগ এনে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। সানজার এমন কাণ্ডকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছে সার্বিয়ান ভলিবল ফেডারেশন।

বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। গত ১ জুন ইতালিতে অনুষ্ঠিত ওই ম্যাচে এমন কাণ্ড ঘটান সানজা। এতে হাজার হাজার মানুষ সানজার আপত্তিকর আচরণের বিরুদ্ধে পিটিশন আহ্বান করে।

বর্ণবাদী আচরণের অভিযোগ উঠায় ইনস্টাগ্রামে একাধিক পোস্টে ক্ষমা চেয়েছেন সানজা। তবে শাস্তি এড়াতে পারেননি তিনি। দুই ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও গুণতে হবে তাকে। বর্ণবাদী আচরণ দূরীকরণ সংক্রান্ত উদ্যোগে ওই অর্থ খরচ করা হবে।

 

নিষিদ্ধ হওয়ায় সানজা কানাডা ও বেলজিয়ামের সঙ্গে ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন