শুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চোখের আইরিশ ও আঙুলের ছাপ ছাড়াই স্মার্টকার্ড

Paris
এপ্রিল ২৮, ২০১৭ ১২:২৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছরের মধ্যে নয় কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার কথা নির্বাচন কমিশনের (ইসি)। কিন্তু নির্ধারিত কাজ সম্পন্ন করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এ কারণে চোখের আইরিশ ও আঙুলের ছাপ ছাড়াই স্মার্টকার্ড দিতে চায় নির্বাচন কমিশন।

 

যেহেতু নাগরিকের চোখের আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া সময়সাপেক্ষ ব্যাপার, তাই বিশ্বব্যাংকের চুক্তির নির্দিষ্ট সময়ে নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার জন্য নাগরিকের ‘চোখের আইরিশ-আঙুলের ছাপ’ নেওয়া থেকে বিরত থাকতে চায় নির্বাচন কমিশন।

 

এ ব্যাপারে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে স্মার্টকার্ড বিতরণের লক্ষ্যে চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ ছাড়াই স্মার্টকার্ড বিতরণ করার একটা সিদ্ধান্ত আমাদের আছে। স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম দ্রুত বৃদ্ধি করতে ভোটারদের চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ বাদ দেওয়া হচ্ছে। কমিশন অনুমোদন দিলে আমরা কাজ শুরু করব। তখন নাগরিকদের স্মার্টকার্ড নিতে আইরিশ ও ১০ আঙুলের ছাপ দিতে হবে না।’

 

সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ না নিয়ে স্মার্টকার্ড বিতরণ করলে কোনো সমস্যা হবে না। কমিশন এতদিন চাইছিল নাগরিকদের তথ্য যত বেশি নেওয়া সম্ভব তা নেওয়ার জন্য। কিন্তু স্মার্টকার্ড দ্রুত বিতরণের জন্য নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

 

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ নেওয়া এটা স্মার্টকার্ড প্রকল্পের কোনো অংশ নয়। তাই এটা বাদ দিয়ে নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চুক্তি অনুযায়ী এই প্রকল্পে কোনো বাধা নেই।’ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নয় কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে আশাবাদী। আমার কাছে ইম্পসিবল বলে কোনো কথা নেই।’

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। এ ছয় মাসে চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপ দিয়ে বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে ১৪ লাখ ৮৩ হাজার ৯৬৩ জন নাগরিক নিজেদের স্মার্টকার্ড নিয়েছেন। যা বিতরণযোগ্য ভোটারের ৫৯ দশমিক ৪৮ শতাংশ। ৫২ লাখেরও বেশি ভোটারের মধ্যে এখনো অর্ধেক এলাকায় বিতরণের কাজ শেষ হয়নি।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়