‘চেন্নাই-মুম্বাই লড়াই মানেই ভারত-পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনা’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ  

আইপিএল ইতিহাসের সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ট্রফি কেবিনেটে রয়েছে চারটি শিরোপা। আইপিএলের আর কোনো দল তিনটি শিরোপাও জিততে পারেনি।

তাই এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে থাকে বাড়তি উত্তেজনা। বৃহস্পতিবার রাতে শেষ বল পর্যন্ত লড়েছে দুই দল। শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পুরো ম্যাচেই ছিল টানটান উত্তেজনা।

চেন্নাই-মুম্বাই ম্যাচের এ আকর্ষণ-আবেদনকে ভারত-পাকিস্তান ম্যাচের মতো মনে করেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। আইপিএল ক্যারিয়ারে মুম্বাই ও চেন্নাই- দুই দলের হয়েই খেলেছেন হরভজন। ফলে কাছ থেকেই দেখেছেন দুই দলের অবস্থা।

সেই অভিজ্ঞতা থেকে এবারের চেন্নাই-মুম্বাই ম্যাচের আগে হরভজন বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে ১০ বছর থাকার পর যখন প্রথমবার চেন্নাই সুপার কিংসের জার্সি পরেছিলাম, আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল। আমার কাছে দুইটি দলই বিশেষ জায়গায় আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আইপিএলের এ দুই জায়ান্ট দলের মধ্যকার লড়াই ভারত-পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনা দেয়। কারণ দুই ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতাটা খুব উঁচু। প্রথমবার যখন মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামি, তখন চাইছিলাম যেন দ্রুতই ম্যাচটি শেষ হয়ে যায়। কারণ অনেক আবেগ কাজ করছিল।’

প্রায়ই একই কথা বলেছেন মুম্বাইয়ের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব, ‘আমার মনে হয় এক যুগ ধরে মানুষ এই চেন্নাই-মুম্বাই ম্যাচের কথা বলছে। এ দুই দল সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয়। দুই দলের মধ্যকার বন্ধনটাও খুব দৃঢ়। অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয় এই ম্যাচ ঘিরে।’

 

সূত্রঃ জাগো নিউজ