চেনা রূপে ফিরেছে রাজশাহী রেল স্টেশন

নূপুর মাহমুদ:
রাজশাহী রেল স্টেশন। বৃহস্পতিবার সকাল থেকেই ছিলো ঘরমুখী মানুষের উপচে পরা ভিড়। দেখা গেছে চিরচেনা দৃশ্য। গত দুই দিন ধরে এমনটা লক্ষ্য করা গেছে, স্টেশন কাউন্টারে মানুষের ভির, তবু স্বস্তি! কারণ বেশির ভাগ ট্রেন ছেড়েছে সময়মতো।
দেখা গেছে পূজার কারণেই মানুষের বাড়ি ফিরার এত তাড়া। আর তাই চিরচেনা রুপ ফিরে পেয়েছে রাজশাহী রেল স্টেশন । ভোর হওয়ার আগেই ঘরমুখী যাত্রীরা স্টেশনে চলে আসেন। বেশির ভাগ ট্রেনই সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে কেউ অনলাইনে টিকিট কাটছে, আবার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছে। এদিকে সময়মত ট্রেন ছাড়ায় আসন পেতে কষ্ট হলেও খুশি যাত্রীরা।
মোহাম্মদ মাজেদ নামে এক যাত্রী বলেন, অগ্রিম টিকিট কেটেছিলাম। ট্রেনে প্রচুর মানুষের চাপ। তবে সময় মত ছাড়ায় অনেক খুশি তিনি।
আয়েশা বেগম নামে এক যাত্রী বলেন, কাউন্টারে ভিড় থাকায় টিকিট নিতে দেরি হয়ে গেছে। তাই পরের ট্রেনের অপেক্ষায় আছি।
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার মইনউদ্দিন আজাদ জানিয়েছেন, রাজশাহীর বেশির ভাগ ট্রেন সময়মতো ছাড়ছে। করোনা পরিস্থিতিতে এখন মানুষ আবার ও ট্রেন ভ্রমণে ভির দেখা দিয়েছে। পূজার জন্য মানুষ বাড়ি ফিরছে।
স/আ