মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চেনা মাঠে সর্বোচ্চ সুবিধা নেবে ভারত!

Paris
জুলাই ২, ২০১৯ ১১:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বার্মিংহ্যামের এজবাস্টনেই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারত। ফলে মাঠটি ইতিমধ্যে চেনা হয়ে গেছে টিম ইন্ডিয়ার। একই মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছেন তারা। এর সর্বোচ্চ সুবিধা নিতে চান মেন ইন ব্লুরা।

আগের ম্যাচ খেলায় এজবাস্টনের উইকেটের আচরণ সম্পর্কে ধারণা আছে ভারতের। মাঠের আয়তন সম্পর্কেও ধারণা পেয়েছেন রোহিত-কোহলিরা। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফি-সাকিবদের বিপক্ষে এ সুবিধাই কাজে লাগাতে চান তারা।

ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, একই উইকেটে (বাংলাদেশের বিপক্ষে) খেলতে যাচ্ছি আমরা। এ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। উইকেটের আচরণ ও আয়তন সমন্ধে আমরা অবগত। সেখানে কেমনভাবে ব্যাটিং-বোলিং করতে হবে স্পষ্ট ধারণা পেয়েছি। আমরা সেই সুবিধাই সর্বোচ্চভাবে নিতে চাই।

তিনি বলেন, বিশ্বকাপ মঞ্চে সব প্রতিপক্ষই আলাদা। প্রতি ম্যাচেই নতুন করে শুরু করতে হয়। এটি সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে আমরা কিছু ভুল করেছি। এ ম্যাচে সেগুলো শুধরে নিতে চাই।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ৩১ রানে হেরেছে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারত। এ ম্যাচ ছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কোহলি বাহিনী।

বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ভারত। নিশ্চিতভাবে চেনা মাঠের সুবিধা তাদের একধাপ এগিয়ে রাখছে।

সর্বশেষ - খেলা