নাটোর

চুরির পর যানবাহনের পার্টস পরিবর্তন করে বিক্রি, চোর চক্রের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চুুরির পর সেগুলোর পার্টস (অংশ) পরিবর্তন করে বিক্রি করে আসছিলো একটি চোরচক্র। এভাবে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার (১১ আগস্ট) গ্রেফতারের পর র‌্যা-৫-এর কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন সংঘবদ্ধ ৬ চোর সদস্য।

র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর জেলার বড়াইগ্রাম থানার বাগডোব গ্রামে অভিযান পরিচালনা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই ট্রাক্টর উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন, মো. মতিউর রহমান (২৩), মো. জাহাঙ্গীর আলম (৩৫), মো. সাকিব হোসেন (২০), মো. রাকিবুল ইসলাম (২৪), মো. সোলেমান আলী (২৬), মো. আরিফুল ইসলাম (২৫)।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া থানার সোলাকুড়া গ্রামের মৃত জমসেদ ফকিরের ছেলে মো. সোহাগ হোসেনের একটি ট্রাক চুরি হয়ে যায়। চুরির ঘটনাটি ১০ আগস্ট সিংড়া থানার গলগলিয়া বাজারের একটি দোকানের পাশে ঘটে। পরবর্তীতে এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল দুপুর দেড়টায় র‌্যাব-৫-এর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরচক্রকে গ্রেফতার করেন।

জি/আর