চীনের মানববিহীন বিমানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা

ভবিষ্যতে চীন অনেক মানববিহীন বিমান ও বিমানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। তবে এতে উদ্বিগ্ন প্রতিবেশি দেশগুলো।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রেন্ড কর্পোরেশনের সিনিয়র নিরাপত্তা বিশেষজ্ঞ টিমোথি হিথ বলেন, ভবিষ্যতে এমন আরও মানববিহীন বিমান তৈরি করবে চীন। নিজেদের সক্ষমতা বাড়ানো, ঝুঁকি কমানো এবং রাজনৈতিক ও সামরিক সুবিধার স্বার্থেই তারা এটা করবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শেষ দিকে জাপান সীমান্তের কাছে তিনটি চীনা সামরিক ড্রোনের চলাচল শনাক্ত করা হয়েছে। এমন অবস্থায় টোকিও তাদের যোদ্ধাদের ঘটনার তদন্তে লাগিয়েছে।

জাপানি কর্মকর্তাদের তথ্যমতে, ড্রোনগুলোর সঙ্গী ছিল শানজি ওয়াই ৮কিউ সামুদ্রিক টহল বিমান এবং শানজি ওয়াই৯জেবি বৈদ্যতিক গোয়েন্দা বিমান।

কিন্তু চীনই একমাত্র দেশ নয়, যারা অঞ্চলটিতে ড্রোন উন্নয়ন ও এগুলোর ব্যবহার বাড়াচ্ছে। গত মে মাসে জাপানের উত্তরাঞ্চলের মিসাওয়া ঘাঁটিতে অস্থায়ীভাবে দুটি এমকিউ-৪সি টাইটন ড্রোন বসায় যুক্তরাষ্ট্র।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন