চীনের বিরুদ্ধে লড়া আইটিবিপি সদস্যদের সাহসী পদক দিচ্ছে ভারত

ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী (আইটিবিপি) ও ভারতের সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লাদাখ সীমান্তে চীনের বিরুদ্ধে লড়াই করেছে। চলতি বছরের মে ও জুন মাসে ভারতের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নেওয়ার প্রতিদানে গতকাল শুক্রবার আইটিবিপি সাহসী ২১ জনকে পদক দেওয়ার সুপারিশ করার কথা জানিয়েছে।

গত জুন মাসে চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জওয়ান নিহত হয়। ওই সময় কাঁচা সাহস দেখানোর জন্য ২১ জনকে বীরের মর্যাদা দিয়ে পদক প্রদানের জন্য সুপারিশ করেছে। এছাড়া আরো ২৯৪ জনকে পুরস্কার দেওয়ারও সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, ভারতের এবারের স্বাধীনতা দিবসে ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনীর ২১ জনকে পদক দেওয়া হচ্ছে। লাদাখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আরো ২৯৪ জনকে পুরস্কৃত করা হচ্ছে।

ছত্তিসগড়ে নকশাল বিরোধী অভিযানে সাহস দেখানোর জন্যও ছয়জনকে সম্মানিত করা হচ্ছে। জানা গেছে, ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনীতে ৯০ হাজার সদস্য রয়েছে। করোনাভাইস মহামারিতে কাজ করা ৩১৮ জনকে পুরস্কৃত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তালিকা পাঠিয়েছে আইটিবিপি।

 

সূত্রঃ কালের কণ্ঠ