চীনের টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের উন্নয়ন করা করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।

পশ্চিমা দেশগুলোর বাইরে একমাত্র চীন এককভাবে দুটি টিকার উন্নয়ন করেছে। এর অন্যতম হচ্ছে সিনোফার্মের টিকা। ইতোমধ্যে চীনসহ কয়েকটি দেশের লাখ লাখ মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এই প্রথম সংক্রামক রোগের বিরুদ্ধে চীনের উন্নয়ন করা কোনো টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার-বায়োএনটেক, আস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার অনুমোদন দিয়েছিল। সংস্থাটির অনুমোদন দেওয়ার অর্থ হচ্ছে, টিকার নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশকে নিশ্চয়তা দেওয়া।