চীনের কাছে নত হব না : তাইওয়ানের প্রেসিডেন্ট

ফের তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তাইওয়ান চীনের কাছে নতিস্বীকার করবেন না। তারা গণতান্ত্রিক জীবনধারাকে রক্ষা করবে।

আজ রবিবার তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি। সাই ইং-ওয়েন বলেছেন, আমরা যত বেশি অর্জন করব, চীন থেকে তত বেশি চাপের মুখোমুখি হব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।

এর আগে, সংঘাতের মাধ্যমে নয়, শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে তিনি আরও বলেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। তাইওয়ানকে একত্র করার ঐতিহাসিক কাজটি অবশ্যই সম্পন্ন করা উচিত এবং তা করা হবে। ‘এক দেশ-দুই ব্যবস্থা’ নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান তিনি। যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন