চীনা বিনিয়োগে দুর্নীতি খুঁজে পেল পাকিস্তান

চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে পাকিস্তানের আকাঙ্ক্ষার ফল হচ্ছে ছয় হাজার ২০০ কোটি ডলারের অর্থনৈতিক করিডোর(সিপিইসি)। দুই বন্ধু দেশের এই অবকাঠামো প্রকল্পে ইতিমধ্যেই স্বচ্ছতার অভাব দেখা গেছে।

পাকিস্তানি গ্রাহকদের বিদ্যুতের অতিরিক্ত ব্যয়ের কারণ খুঁজে বের করতে একটি কমিটি গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এতে পাকিস্তানে চীনা বেসরকারি বিদ্যুৎ উৎপাদক কোম্পানির দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে।-খবর দ্য ডিপ্লোম্যাটের

প্রতিবেদনে দেখা গেছে, সিপিইসি’র অধীন হুয়েনেং স্যাংডং রুই(পাক) এনার্জি(এইচএসআর) কিংবা দ্য শাহিওয়াল অ্যান্ড দ্য পোর্ট কাসিম ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড(পিকিউেইপিসিএল) কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অবকাঠামো খরচ বাড়িয়ে দেখানো হয়েছে।

বিশ্বে চীনকে নিজেদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দাবি করে আসছে পাকিস্তানি নাগরিকরা। কিন্তু চীন তাদের সঙ্গে নির্দয় ও বিবেকহীনভাবে ব্যবসা করছে জেনে তারা এখন বেশ ব্যথিত।