চীনকে কড়া বার্তা মোদির: উসকানি দিলে জবাব দেবে ভারত

চীনকে কড়া বার্তা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত শান্তি চায়। কেউ উসকানি দিলে, যে কোনো পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত। তিনি বলেন, সেনাদের বলিদান বৃথা যাবে না।

বুধবার টেলিভিশনে এক সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মোদি বলেন, ‘চীনের সঙ্গে সংঘর্ষে আমাদের সেনারা নিহত হয়েছে বলে দেশ গর্ব করবে। আমি জাতিকে নিশ্চিত করতে চাই যে আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। আমাদের জন্য ঐক্য ও দেশের স্বার্বভৌত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিবিসি জানিয়েছে, সোমবার রাতে চীনা সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দেশের সেনারা সংঘর্ষে বাঁশ ও লাঠি ব্যবহার করেছে। উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো গুলি ব্যবহার করেনি।

ভারতীয় সেনাবাহিনী হতাহতের খবর জানালেও চীনের পক্ষ থেকে কোনো বিস্তারিত জানানো হয়নি।

ভারত জানিয়েছে আহত সেনারা অতি উচ্চতায় তাপমাত্রা শূন্যে নেমো আসায় মারা গেছেন।

এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মোদি। আগামী শুক্রবার বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর এক টুইটে জানিয়েছে।